UCSI ইউনিভার্সিটি

স্কলারশিপ দিচ্ছে ইউসিএসআই ইউনিভার্সিটি: মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের খবর


ইউসিএসআই ইউনিভার্সিটি (UCSI University) মালয়েশিয়ার অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয়।
মালয়েশিয়ান প্রাইভেট ইউনিভার্সিটির গুলোর মধ্যে UCSI ইউনিভার্সিটির অবস্থান এক নম্বর। ২০২০ এর কিউএস বিশ্ব র‌্যাংকিং এ বিশ্ববিদ্যালয় ৪৪২ এ অবস্থান। এবং ২০২১ সালে ৪০০ এর মধ্যেই রয়েছে।
এ বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীর জন্য দরজা খুলে দেয় এবং মালয়েশিয়ার অর্থনীতি এবং বিশ্ববাজারের চাহিদা পূরণ করে। ইউসিএসআই ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবং সাইন্স এর জন্য খুব ভালো।
এখানে ২৫% স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ আছে। UCSI এর মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সুযোগ রয়েছে।

এক নজরে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়

অবস্থান: Kuala Lumpur Campus, Sarawak Campus, Terengganu Campus.
ধরন: বেসরকারি
উল্লেখযোগ্য বিষয়: প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, আইন, ইংলিশ, ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, স্থাপত্যবিদ্যা, হেলথ সাইন্স, Optometry (Hons) ইত্যাদি।
ইনটেক: জানুয়ারি ও জুলাই, সেপ্টেম্বর।

ল্যাঙ্গুয়েজ সেন্টার:

এ বিশ্ববিদ্যালয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আসেসমেন্ট ইংলিশ টেস্ট সেন্টার রয়েছে। যেটি শিক্ষা মন্ত্রণালয় কতৃক স্বীকৃত।
বিদেশি শিক্ষার্থীরা চাইলে সেখান থেকেই ইংলিশ কোর্স করতে পারে।

ইউসিএসআই ইউনিভার্সিটি এর কিছু ওয়েব লিংক:

পড়ালেখার খরচ ও সাবজেক্ট সমূহ:

এ বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় পড়ানো হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

UCSI ভিডিও

এ বিশ্ববিদ্যালয়ের সুবিধা সমূহ

একাডেমিক বছরে শিক্ষার্থীরা দুই মাসের জন্য একটি স্বনামধন্য কোম্পানিতে ইর্ন্টানের সুযোগ পাবে। ইউসিএসআই ইউনিভার্সিটর শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি চাকুরীর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।
পৃথিবীর নামি-দামী প্রায় ৪ হাজার শিল্প প্রতিষ্ঠানের সাথে এই বিশ্ববিদ্যালয়ের কর্ম সহায়ক নেটওয়ার্ক রয়েছে।
শিক্ষার্থীদের মালয়েশিয়ায় ও বিদেশী প্রতিষ্ঠানে অভিজ্ঞতা প্রদানের জন্য সংস্থাগুলোতে প্লেসমেন্ট বা কো-অপারেটিভ প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে একজন স্টুডেন্ট ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে অংশ নিতে পারবে। ব্যবসা, চিকিৎসা, কম্পিউটার, কলা, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য এবং আরও অনেক বিষয়ে ভর্তি হতে পারবে।

ইউসিএসআই বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর সহ প্রায় সারা বছরেই কোন না কোন সাবজেক্টের ভর্তি বিজ্ঞপ্তি থাকে।

বিদেশে কাজের ভিসা পেতে কি করবেন?

অনলাইন সেমিনারে অংশ নিন

যারা ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিষয়ে দক্ষ হতে চান তাদের জন্যই মূলত আমরা একটি অনলাইন সেমিনারে ব্যবস্থা করেছি।
যার মাধ্যমে পরিপূর্ণ তথ্য জেনে নিতে পারবেন এবং প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে পারেন। বিস্তারিত এখানে

ওয়ার্ক ভিসা ফেসবুক গ্রুপে মেম্বার হোন

আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু হয়েছে Work Visa Helpline Facebook Group.
এই গ্রুপ এ থাকছে নতুন নতুন আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপ গুলোতে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক নিচে দেওয়া হল। আশা করি গ্রুপ থেকে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হবে।
কাজের ভিসা গ্রুপ লিংক: https://web.facebook.com/groups/workvisahelpline/

ইউটিউবে বিদেশে কাজের ভিসার খবর জানুন

বাংলা টাইমস নামের এই ইউটিউব চ্যানেলটিতে কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের জব ভিসাসহ
বিদেশে অবস্থিত বাংলাদেশীদের খবর পাওয়া যায়। তাই আপনিও নিয়মিত এসব খবর জানতে সেবারু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন



Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *